ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির ড. মোস্তাফিজুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির ড. মোস্তাফিজুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
 
এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ প্রদান করেছেন।

রাষ্ট্রপতি চাইলে চার বছরের পূর্বেই নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি ভোগ করবেন। ’
 
‘তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। ’  
 
বিশ্ববিদ্যালয়টির ভিসির মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কোষাধ্যক্ষ শামসুর রহমান। তার বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ প্রদানসহ নানা অভিযোগ উঠে। তার অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।