সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের কাঁঠালতলায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনের আগে হলের প্রাধ্যক্ষ ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হলে অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পৃথকভাবে আবেদন করেন তারা।
ছাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ অভিযোগ সত্য নয়। পুলিশ গেইটের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলেছে শুধু। ভেতরে প্রবেশ করেনি। সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখলেই এর প্রমাণ পাওয়া যাবে বলে বলেন তিনি।
নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ আসাদুজ্জামান শিকদার বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। মঙ্গলবার (১৪ নভেম্বর) হলে প্রভোস্ট বডির মিটিং ডেকেছি। পুলিশ প্রবেশের বিষয়ে তিনি বলেন, গেইট থেকেই এক ছাত্রীর সঙ্গে টহল পুলিশ কথা বলেছে। কিন্তু ভেতরে প্রবেশ করেনি।
প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, পুলিশ প্রবেশের বিষয়টি সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখলেই বুঝা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ