মঙ্গলবার (১৪ নভেম্বর) উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য বিভিন্ন বিভাগের তিনজন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ বৃত্তি’ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান এবং সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসকেবি/এএ