শুক্রবার (১ ডিসেম্বর) সকালে মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৯শ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭০৪জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ ইডেন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো: ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসকেবি/এএ