ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান রাজিবপুরে ২৫ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর এলাকায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে সফিউদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মাস্টার বাড়িতে এ বৃত্তি প্রদান করা হয়।

সংগঠন সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিপ্লব হোসেন সেলিম, জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ স্থানীয় অনেকেই।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৬টি বিদ্যালয়ের মোট ৭৮ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরে মেধানুসারে তাদের মধ্যে থেকে মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।