ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে ববিতে মানববন্ধন  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে ববিতে মানববন্ধন   পাঁচ দফা দাবিতে মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা

বরিশাল: সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে ৫ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনা। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা ভিত্তিক নিয়োগ। কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া। সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা ও চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা সুবিধা না দেওয়া।  

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, রাস্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল আমিন, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।