ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, আহত অর্ধশতাধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, আহত অর্ধশতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত শিক্ষার্থী-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধশতাধিক। প্রায় ২ ঘণ্টার সংঘর্ষ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

জাবি ক্যাম্পাসের বাইরে পুলিশ ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে।

এর আগে সোমবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা পরে মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলার পরেও অবরোধ প্রত্যাহার না করলে শিক্ষার্থীদের উপর কাঁদানি গ্যাস ছোড়ে পুলিশ।

এ বিষয়ে ঢাকার এডিশনার এসপি সাইদুর রহমান বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।  

**জাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, আহত ৩০
**জাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ