ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩ ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
৩ ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ ৩ ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হাজার হাজার শিক্ষার্থীরা তিন ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বেড়েছে যানজটও।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে পাঁচ দফার দাবিতে সাড়ে দশটায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলরত দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। দূর-দরান্ত থেকে আসার জনগণ হেঁটে রাস্তা পার হতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ