মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে রেজিস্ট্রার ড. আবু তাহের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তাকে ওএসডি'র বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, উপাচার্যের অনুমোদন ছাড়া একটি প্রজেক্টের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন দেলোয়ার হোসেন।
সেই সঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক ড. শাহাবুদ্দিনকে রেজিস্ট্রারের কার্যালয় থেকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠানো হয়েছে। ড. শাহাবুদ্দিন পরিকল্পনা ও উন্নয়নের সহকারী পরিচালক হলেও তাকে এতোদিন রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছিল।
এ বিষয়ে রেজিস্ট্রার ড. তাহের বাংলানিউজকে বলেন, ‘তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টিএ