ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বেরোবির কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

বেরোবি (রংপুর): অফিস কক্ষ থেকে মদের বোতল উদ্ধারের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) কর্মকর্তা আতিকুজ্জামান সুমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

জানা যায়, সমাজ বিজ্ঞান বিভাগে কর্মরত আতিকুজ্জামান সুমনকে গত মাসের শেষ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বদলি করা হয়।

তার স্থলে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা (গ্রেড-২) মো. মনিরুজ্জামান। বদলি আদেশের পর থেকেই সুমনকে সমাজ বিজ্ঞান বিভাগের অফিসের ফাইল, আলমিরা এবং ফাইল কেবিনেটের চাবি হস্তান্তর করতে বারবার তাগাদা দেওয়া হয়। তা না করায় বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্য এবং বিভাগটির কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ওই কর্মকর্তার অফিস কক্ষের ফাইল কেবিনেট থেকে মদের বোতলসহ আরো কিছু মালামাল উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে সুমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।