রোববার (০৬ মে) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র এ তথ্য জানায়, গতবারের তুলনায় এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে অনেক। গতবার এ শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪ টি।
সূত্র আরো জানায়, ২০১৬ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১১৯ টি। ২০১৫ সালে ছিল ১৭৬টি। ২০১৪ সালে ছিল ১৬৭।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লাখ ১ হাজার ৪৭১ জন। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৮
ওএইচ/