সোমবার (৭ মে) সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় কালের কণ্ঠের শুভসংঘ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এর আগে সকালে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আনিছুর রহিম।
কালের কণ্ঠের শুভসংঘ, সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা এমআর খান ডিবেটিং ক্লাবের সভাপতি রেজওয়ানুল আলম রিজভীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, আনিছুর রহমান, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, প্রধান শিক্ষক কামাল উদ্দীন, বসুন্ধরা খাতার সহকারী কর্মকর্তা (বিক্রয়) আনোয়ারুল ইসলাম গাজী, শুভসংঘের জেলা কমিটির সম্পাদক নুরুল হুদা, সদস্য গাজী আসাদ, নাহিদ হাসান, আব্দুল কাদের, মফিজুল ইসলাম, জগন্নাথ কর্মকার, রোহিত হোসেন, বাহালুল করিম প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সদন ও ক্রেস্ট তুলে দেন কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হেসেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এসআই