শনিবার (১২ ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কনফারেন্স রুমে কর্মকর্তাদের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে যোগদানকৃত নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পরে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ পত্র বিতরন করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল এর আয়োজনে পরিচালক ও বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হক এর সভাপতিত্বে সমাপনী দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) মোহাম্মদ নজরুল ইসলাম এবং মো. আব্দুল আলেম।
প্রশিক্ষণে উপাচার্য দফতর, রেজিস্ট্রার দফতর, সংস্থাপন শাখা, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, প্রকৌশল দফতর, পরিবহন পুল, ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল এবং অর্থ ও হিসাব বিভাগের চারজন উপ-পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মে ১২, ২০১৮
আরআইএস/