ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকায় ‘টেকসই উন্নয়নে নৈতিক মূল্যবোধ’ বিষয়ক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ঢাকায় ‘টেকসই উন্নয়নে নৈতিক মূল্যবোধ’ বিষয়ক সম্মেলন

ঢাকা: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হয়েছে ‘টেকসই উন্নয়নে নৈতিক মূল্যবোধ’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। 

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় অতিথিরা উন্নয়নের প্রধান অন্তরায় জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চে মুসা চে ওমর, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল, শিলং বিশ্ববিদ্যালয়ের ড. সুমনা পাল প্রমুখ।

নিবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনির্ভার্সিটির উপাচার্য ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। সভাপতিত্ব করেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাফর সাদেক।

বক্তারা বলেন, নৈতিকভাবে সমৃদ্ধ একজন মানুষ কখনো হত্যা, সন্ত্রাস ও দুর্নীতিতে জড়াতে পারে না। আর তাই বাংলাদেশ সরকার তার চলমান উন্নয়নমূলক কর্মসূচিকে অবিরাম রাখার জন্য দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।
 
বাংলাদেশে বর্তমানে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হলে শিক্ষাব্যবস্থায় নৈতিক মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।