ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবির সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
হাবিপ্রবির সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

দিনাজপুর: দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ১২তম ব্যাচের সান্ধ্যকালীন এমবিএ কোর্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

আবেদনকারী ১১০ শিক্ষার্থীর মধ্যে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

সান্ধ্যকালীন এমবিএ কোর্স ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভর্তি পরীক্ষা পরিদর্শনে ভাইস চ্যান্সেলর ছাড়াও উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ মোস্তাক আহমেদ, ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন, ভর্তি কমিটির সদস্য-সচিব প্রফেসর কুতুবউদ্দিন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক রাজীব হাসান।  

সান্ধ্যকালীন এমবিএ কোর্স ভর্তি পরীক্ষার ফলাফল শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ হবে।  

এছাড়াও সান্ধ্যকালীন এমবিএ কোর্সের যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.hstu.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।