ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ড: পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
সিলেট বোর্ড: পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

সিলেট: মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। সে তুলনায় পাসের হার বেড়েছে দশমিক ৪১ শতাংশ।

সোমবার (৬ মে) সকালে সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন।

 ছেলেদের মধ্যে ৪৯ হাজার ১০৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩৫ হাজার ৪৫৯ জন এবং মেয়েদের মধ্যে ৬৪ হাজার ৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪ হাজার ৭০৩ জন।  

আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এরমধ্যে ছেলে ১ হাজার ৪২৬ জন এবং মেয়ে ১ হাজার ৩৩১ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। গত বছর এসএসসিতে জিপিএ-৫ লাভ করে ২ হাজার ৩২৩ জন শিক্ষার্থী।  

ফলাফল নিয়ে দুপুর ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলেন কক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।