ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২১, ২০১৯
ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাম্পাসে গাছ লাগাচ্ছেন ববি শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে পুরো বর্ষাকাল জুড়ে।

শিক্ষার্থীদের টাকায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৬৫টি গাছ লাগানো হয়েছে। এসবের মধ্যে রয়েছে কাঠগোলাপ, নাগলিঙ্গম, নাগকেশর, শ্বেতচাঁপা, কুরচি, চাঁপালিশ, তমাল, হিজল, লাল, সোনাইল, অশোক, মহুয়া, কৃষ্ণচূড়া, কাঠবাদাম, নিম, অর্জুন, হরতকি ইত্যাদি।

শিক্ষার্থী লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে গাছ লাগানোর কোনো উদ্যোগ নেয়নি। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই বৃক্ষরোপণের বিষয়টি আমাদের মাথায় আসে। সে চিন্তা থেকেই ক্যাম্পাসে সবুজায়নের উদ্দেশ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

তিনি বলেন, গত ১৩ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে পুরো বর্ষাকাল জুড়ে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, জয় বৈদ্য, আরিফ জোবায়েদসহ আরো কয়েকজন শিক্ষার্থী, আরণ্যক ও টারমাইট সোসাইটি নামে দু’টি সংগঠনের নেতারা শ্রম দিচ্ছেন।

এদিকে, শিক্ষার্থীদের এ উদ্যোগ দেখে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. একেএম মাহবুব হাসান গাছ কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।