ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে জাবি ভিসির কুশপুতুল দাহ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ঢাবিতে জাবি ভিসির কুশপুতুল দাহ জাবি ভিসির কুশপুতুল দাহ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুতুল দাহ করা হয়।

মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন।

সমাবেশে আ ক ম জামাল উদ্দীন জাবি উপাচার্যকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় তার কার্যালয় ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন।  

এসময় শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনেরও পদত্যাগ চান তিনি।

আল মামুন বলেন, জাহাঙ্গীরনগরের ভিসি বিএনপি-জামায়াতের সমর্থক। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি মুক্তিযুদ্ধ মঞ্চ বরদাশত করবে না।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।