ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা দিচ্ছে ফেনী ইউনিভার্সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা দিচ্ছে ফেনী ইউনিভার্সিটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ। ছবি: বাংলানিউজ

ফেনী: কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা দিচ্ছে বেসরকরি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটি।

শনিবার (২১ সেপ্টম্বর) সকালে সাউথ-ইস্ট কলেজের হল রুমে উচ্চশিক্ষায় আঞ্চলিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার আয়োজন করে ফেনী ইউনিভার্সিটি। এতে বক্তারা এ মন্তব্য করেছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ।

সেমিনারে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও ফেনী ইউনিভার্সিটিতে অনেক ভালো মানের শিক্ষক, ল্যাব, লাইব্রেরি ও শিক্ষার পরিবেশ রয়েছে। গরিব, মেধাবী ও বিভিন্ন কোটায় আমাদের এখানে ৫ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত টিউশন ফি ছাড়ের সুযোগ রয়েছে। কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ পরামেশ চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ মুসা বক্তব্য দেন।

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।