ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
বিএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

ব‌রিশাল: বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টাপাল্টি মিছিল করেছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে।  

এতে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টা মিছিল বের করে। এতে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জীবনানন্দ দাশ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএম কলেজ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এছাড়াও ছাত্রলীগের ভিন্ন ভিন্ন নেতাদের নেতৃত্বে কয়েকটি মিছিল অনুষ্ঠিত হয় বিএম কলেজে। এসময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রেণিকক্ষগুলোতে গিয়ে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।