ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ত্রিদেশীয় ল্যাম্পে যাচ্ছেন শাবিপ্রবির নাদিয়া

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ত্রিদেশীয় ল্যাম্পে যাচ্ছেন শাবিপ্রবির নাদিয়া

শাবিপ্রবি (সিলেট): জাপান সরকারের অর্থায়নে ত্রিদেশীয় সোশ্যাল লিডারশিপ প্রোগ্রামে (ল্যাম্প) অংশ নিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া বেগম।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ তার সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এসময় উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশকে ছড়িয়ে দিতে এ ধরনের লিডারশিপ প্রোগ্রাম বিশেষ ভূমিকা রাখবে।

আমরা চাই ভবিষ্যতে শিক্ষার্থীরা এ ধরনের প্রোগ্রামে আরও বেশি অংশ নিক। এজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আশা করি আমাদের শিক্ষার্থীরা যেখানেই যাক, নেতৃত্বের ভূমিকা পালন করবে।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব একসিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম প্রমুখ।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ২০১৮ সালে জাপানের নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো এ প্রোগ্রাম চালু হয়। অনলাইনে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে হয় শিক্ষার্থীদের।

তিনটি দেশে তিন পর্বে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বর মাসে জাপানে (১০ দিন), মার্চ মাসে মিয়ানমারে (১০দিন) এবং মে মাসে বাংলাদেশে (১০দিন) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।  

প্রোগ্রামে দেশের চারটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে শাবিপ্রবি থেকে নাদিয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দু’জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একজন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে একজন শিক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।