গণ বিশ্ববিদ্যালয় (সাভার): আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আগের সমস্ত বকেয়া পরিশোধ না করলে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। এর ফলে তারা ক্লাস উপস্থিতি পাবে না এবং অক্টোবর ২০২০ সেশনের পরীক্ষার রেজাল্ট স্থগিত থাকবে।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘোষণায় চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। করোনাকালীন এ ধরনের সিদ্ধান্তকে অমানবিক বলে অভিহিত করেছেন ভুক্তভোগীরা। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালিপূর্ণ ও অযাচিত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি সবারই জানা। শিক্ষার্থীরা তো কেউ বকেয়া পরিশোধ না করে চলে যাবে না। এমন সিদ্ধান্ত আমরা মেনে নেব না। ছাত্র সংসদ আগামী শনিবার (২৯ আগস্ট) এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবে।
গবি উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বলেন, বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শিক্ষার্থীদের টাকায় চলে। হিসাব অনুযায়ী, তাদের থেকে চার কোটি টাকার ওপরে বকেয়া আছে। এটা পরিশোধ না করলে তো আমরা বেতন দেওয়া, প্রোগ্রামগুলো ম্যানেজ করা বা সংশ্লিষ্ট কাজগুলো করতে পারবো না। আর যে চার কোটি টাকা বকেয়া সেটা তো শুধু করোনার ছয় মাসে হয়নি। আগে থেকেই অনেক বকেয়া আছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
আরবি/