ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত ভিসির শ্রদ্ধাঞ্জলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত ভিসির শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ভিসি অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বশেমুরবিপ্রবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।


 
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ’৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
 
এ সময় রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ইটিই বিভাগের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী এস এস এস্কান্দার আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ঢাকা থেকে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে আসেন এবং পরে টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।  

গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপ‌তির আদেশক্রমে যুগ্মসচিব সৈয়দ আলী রেজার সই করা শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছ‌রের ৩০ সে‌প্টেম্বর ছাত্র আন্দোল‌নের মু‌খে  বশেমুরবিপ্রবির তৎকালীন ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ ক‌রেন। একই সা‌লের ৮ অক্টোবর ভারপ্রাপ্ত ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. শাহজাহানকে নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।