ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষক সম্মাননা’ দেবে ঢাবির আইইআর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
‘শিক্ষক সম্মাননা’ দেবে ঢাবির আইইআর ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। নানা আয়োজনে দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) ‘টিচার্স: লিডিং ইন ক্রাইসিস, রিমেইনিং দা ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করা হবে।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষায় জীবনব্যাপী অনবদ্য অবদানের জন্য জনাব মো. নূরুল আলমকে (প্রাক্তন প্রধান শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা) শিক্ষক সম্মাননা দেওয়া হবে।  

ওয়েবিনারে আইইআরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং আইইআরের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসকেবি/আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ