ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষা বাতিল সময়োপযোগী সিদ্ধান্ত: এপিইউবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এইচএসসি পরীক্ষা বাতিল সময়োপযোগী সিদ্ধান্ত: এপিইউবি

ঢাকা: এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে উচ্চশিক্ষার পথ নির্বিঘ্ন করার সিদ্ধান্তকে দূরদর্শী ও সময়োপযোগী বলে মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এপিইউবির অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন।

সভায় বলা হয়, চলমান করোনা মহামারির কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের জেএসসি, এসএসসি/দাখিল পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করার সরকারি সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী।

করোনা সংক্রমণ পরিস্থিতি পরীক্ষা অনুষ্ঠানের অনুকূলে না থাকায় এ বিষয়ে বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার ফলে সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে বলে মনে করেন শেখ কবির হোসেন।

সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নপূর্বক লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা তথা উচ্চশিক্ষার পথ নির্বিঘ্ন করার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ