ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা নিয়ে গুজব ও সহিংসতা কমেছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
করোনা নিয়ে গুজব ও সহিংসতা কমেছে গ্রাফ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে গুজব ও সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। শেষ তিন মাসে (আগস্ট-অক্টোবর) এ দুই ধরনের অপরাধ কমার চিত্র তুলে ধরেছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

শনিবার (৭ নভেম্বর) সংস্থাটির সর্বশেষ গ্রাফ (৫ নভেম্বর পর্যন্ত) থেকে জানা যায়, মার্চ থেকে করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৮৬টি ঘটনায় ৮৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৫ জন। তবে ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ ধরনের অপরাধ সংঘটিত হয়নি।

অপরদিকে করোনা সম্পর্কিত সহিংসতার ঘটনা ঘটেছে ১৫১টি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন ৬০৮ জন। সবচেয়ে বেশি আহত হয়েছেন এপ্রিল মাসে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে দুই হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৩১ জনের। এরপরের অবস্থান ঢাকার। এই বিভাগে ৩৯৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ৩৫২ জন ও ২৪৪ জন নিয়ে খুলনা ও বরিশাল বিভাগ আছে তৃতীয় ও চতুর্থ স্থানে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহে। আর মাসের হিসেবে বিবেচনা তুলনামূলক বেশি মৃত্যু হয়েছে জুন মাসে।

লকডাউনের নিয়মকানুন না মানা, হাসপাতাল পরিচালনাকারী, নকল মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ হাজার ৫৩৮ জনকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় বিপিও’র তথ্যে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসকেবি/এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ