ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা ভাইরাস

পরিস্থিতির উন্নতি না হলে জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ৫, ২০২১
পরিস্থিতির উন্নতি না হলে জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

বুধবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির সভা শেষে বাংলানিউজকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডিনদের একটি কৌশলপত্র তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়া যাতে শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ তৈরি না করে সেটি লক্ষ রাখতে হবে। আর দুই সপ্তাহের মধ্যে এটি ঠিক করতে বলা হয়েছে।

অনলাইনে ফরম পূরণ করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য অনলাইনের মাধ্যমে ফরম পূরণ শুরু হবে। এছাড়া লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ০৫, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।