ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনাকালে কল্যাণ ট্রাস্ট থেকে ৫১১ কোটি টাকা ছাড়

স্পেশাল করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২০, ২০২১
করোনাকালে কল্যাণ ট্রাস্ট থেকে ৫১১ কোটি টাকা ছাড়

ঢাকা: শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালে সাড়ে ১১ হাজার শিক্ষক-কর্মচারীকে ৫১১ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি মে পর্যন্ত এই টাকা দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে ১১ হাজার ৫৬৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়।

কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু রোববার (২০ জুন) এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ১৬ জুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করে ব্যাংকে পাঠানো হয়েছে। রোববার ইএফটির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে টাকা পৌঁছে গেছে।

কল্যাণ ট্রাস্টের সচিব জানান, বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও কল্যাণ ট্রাস্ট দ্রুত গতিতে সেবাদান অব্যাহত রেখেছে। অর্থ, জনবলসহ নানাবিধ সংকট মোকাবিলা করে করোনার এই দুর্যোগের মধ্যে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট মুজিব শতবর্ষের সেবার মানসিকতা নিয়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা সকল ছুটি থেকে বিরত রয়েছেন। তারা অতিরিক্ত দায়িত্ব পালন করে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবা অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২০, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।