ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের কয়েকটি জেলায় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। তাই একাডেমিক কাউন্সিল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি বুঝে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।
আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই ও ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুয়েটে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসকেবি/আরআইএস