ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাউশি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২১
অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাউশি

ঢাকা: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধ আরোপ করায় ষষ্ঠ থেকে নবম এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসোইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সমেয় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করে সরকার। সবশেষ আগামী ৩১ জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।