ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়ে আগামী পহেলা অক্টোবর শুরু হবে। চলতি মাসের ৩১ জুলাই এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তনের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সব পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, এটি ডিনস কমিটির সুপারিশ। বুধবার (১৪ জুলাই) ভর্তি কমিটির আহ্বায়ক অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও জাতীয় দিবসগুলো বিবেচনায় নিয়ে সর্বশেষ অনুমোদন দেবেন উপাচার্য।
সভাসূত্র জানায়, বিজ্ঞান অনুষদের পরীক্ষা পহেলা অক্টোবর, ২ অক্টোবর কলা অনুষদের, চারুকলা অনুষদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর।
২১ অক্টোবর বাণিজ্য অনুষদের এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসকেবি/ওএইচ/