ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টিকা পেতে ১৫০৩৬ বিদেশগামী শিক্ষার্থীর আবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
টিকা পেতে ১৫০৩৬ বিদেশগামী শিক্ষার্থীর আবেদন

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পাওয়ার জন্য ১৫ হাজার ৩৬ জন বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

টিকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন চীনগামী শিক্ষার্থীরা। ৬ হাজার ১৯ জন চীনগামী শিক্ষার্থী আবেদন করেছেন। কানাডাগামী ১ হাজার ৯৯৮ জন, ভারতগামী ১ হাজার ৬২, যুক্তরাজ্যগামী ১ হাজার ৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ১৩ জুলাই থেকে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।