ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপণ করলেন ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপণ করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ভেষজ গুণসম্পন্ন একটি দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (১৯ জুলাই) উপাচার্য ভবন চত্বরে এ চারা রোপণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ঢাবি আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং উপাচার্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ চিরহরিৎ বৃক্ষ। এটি এখন একটি দুষ্প্রাপ্য গাছ। এ গাছ Elaeocarpaceae পরিবারভুক্ত Elaeocarpus গণের উদ্ভিদ। এর অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে Elaeocarpus Ganitrus প্রজাতিটি অন্যতম। রুদ্রাক্ষ গাছ দেখতে অনেকটা বকুল গাছের মতো। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের। এ ফলের বহিরাবরণ সরিয়ে নিন্সে রন্দ্রাকৃষ বেরিয়ে পড়ে। এ ফল মৃগীরোগীদের জন্য উৎকৃষ্ট।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।