ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ভেষজ গুণসম্পন্ন একটি দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (১৯ জুলাই) উপাচার্য ভবন চত্বরে এ চারা রোপণ করা হয়।
রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ চিরহরিৎ বৃক্ষ। এটি এখন একটি দুষ্প্রাপ্য গাছ। এ গাছ Elaeocarpaceae পরিবারভুক্ত Elaeocarpus গণের উদ্ভিদ। এর অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে Elaeocarpus Ganitrus প্রজাতিটি অন্যতম। রুদ্রাক্ষ গাছ দেখতে অনেকটা বকুল গাছের মতো। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের। এ ফলের বহিরাবরণ সরিয়ে নিন্সে রন্দ্রাকৃষ বেরিয়ে পড়ে। এ ফল মৃগীরোগীদের জন্য উৎকৃষ্ট।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসকেবি/ওএইচ/