টাঙ্গাইল: টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে ফিতা কেটে এ কর্নারের উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
পরে শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আতাউর রহমান প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপীনাথ দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে ছানোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সঠিক ইতিহাস শিক্ষার্থীরা জানতে পারবে।
অধ্যক্ষ মো. আব্দুল মান্নান জানান, এই কর্নারে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক প্রায় তিন হাজার বই থাকবে। এছাড়া এ সংক্রান্ত বিভিন্ন তথ্য চিত্র, আলোকচিত্র ও স্মারক রাখা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ