ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা: নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটিতে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  

শোক দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিলসহ বিশেষ আলোচনা সভা।

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, উপ-উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তারা।

বক্তারা বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। যার তর্জনীর ইশারায় নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। জাতির দুর্ভাগ্য যে, আমরা মহান নেতাকে হারিয়েছি কিছু স্বার্থন্বেষী ও বিপদগামী বিশ্বাসঘাতকদের কারণে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা, তিনি ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। শুধু তা নয় বঙ্গবন্ধু মানে মানবিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যতদিন পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান থাকবে ততদিন মানুষের হৃদয়ে লালিত হবে এ মহান নেতার কীর্তি।

তারা আরও বলেন, যদি মহান এ নেতা বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশকে আজ ছাড়িয়ে যেত। ভাগ্য খারাপ আমরা হারিয়েছি জাতির পিতা ও বিশ্ব হারালো মহান এক নেতাকে। আমাদের উচিত মহান এ ব্যক্তিত্বকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধাভরে তার দেশপ্রেমকে স্মরণ করা। যদি তার স্বপ্ন বাস্তবায়িত হয় তাহলে এ আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।

এদিকে ১৫ আগস্ট সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনকক্ষে আয়োজিত কোরআন খতম ও মিলাদের পর ’৭৫-এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet