ইবি: সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া পেজ ও গ্রুপ বন্ধের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।
রোববার (২২ আগস্ট) দুপুরে সংগঠনের প্রচার সম্পাদক পিয়াস পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে, ৭৪ জন ছাত্রীর সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়নের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকাকে দায়ী করেছে তারা।
যৌথ সংবাদ বিবৃতিতে শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, গত ২০ আগস্ট রাত ১০টার দিকে একটি ফেসবুক পেজে ৭৪ জন ছাত্রীর ব্যক্তিগত প্রোফাইলের ছবি ব্যবহার করে যে ধরনের জঘন্য ভাষায় পোস্ট করা হয়েছে তা বিস্ময়কর ও ছাত্রীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষাঙ্গনে নারীদের নিয়ে এমন জঘন্য আচরণ আমাদের হতবম্ভ করেছে।
এর চেয়েও বড় বিস্ময়কর ও দুঃখজনক বিষয় হচ্ছে, নারী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে অতীতেও নিপীড়ন ও সাইবার বুলিংয়ের অনেক ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি, দায়সারা আচরণ করেছে, অনেক ক্ষেত্রে অপরাধের প্রমাণ থাকার পরও উপযুক্ত ব্যবস্থা নেয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে নারী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি এমন ঘৃণ্য সাইবার বুলিং বাড়ছে।
বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা আরও বলেন, 'আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে অনেক সময়ে মিথ্যা তথ্য ছড়ানো, সাইবার বুলিং, অপপ্রচার ও ব্যক্তি স্বার্থ হাসিলের কাজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ রেখে সমস্ত পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে হবে। '
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ