জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সেন্টার ফর সোশ্যাল সাইন্স অ্যান্ড ট্রেইনিংয়ের উদ্যোগে সোমবার (২৩ আগস্ট) রাত ৮ টায় অনলাইনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। ওয়েবিনারে বক্তারা বঙ্গবন্ধুর শিক্ষা ও সংস্কৃতির ভাবনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিবেদিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মোশাররফ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির। মূল বক্তা ছিলেন সেন্টার ফর সোশ্যাল সাইন্স অ্যান্ড ট্রেইনিংয়ের পরিচালক অধ্যাপক ড. মো আবুল হোসেন।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ওএইচ/