ঢাকা: বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন হাসনাত জামি।
এতে বলা হয়, সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে।
এ সময় প্রাথমিক সিলেকশন বাতিল করে আবেদনকারী সব শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সাতদিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উম্মে হাবিবা, আশরাফুল আলম, জিয়া উদ্দিন, রাজিব হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরকেআর/এনএসআর