ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): আগামী ১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কার্যক্রম। ওইদিন থেকে সশরীরে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বাবিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অফিসসমূহ আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয় ইবি কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর যেকোনো বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।