ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফরিদপুরে পানিতে তলিয়ে গেছে ৫০ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
ফরিদপুরে পানিতে তলিয়ে গেছে ৫০ স্কুল ফরিদপুরে পানিতে তলিয়ে গেছে ৫০ স্কুল

ফরিদপুর: ফরিদপুরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এতে পাঁচটি উপজেলায় পাঁচ স্কুলের শ্রেণিকক্ষ ও ৪৫টি মাঠ তলিয়ে গেছে।

যে কারণে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ওই স্কুলগুলোর মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় সেখানে শেওলা জমে গেছে।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেশ কিছু স্কুলের শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর শুনেছি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বাংলানিউজকে বলেন, আমরা পানিবন্দি স্কুলগুলোর নিয়মিত খোঁজ রাখছি। বন্যার পানি কমতে শুরু করেছে, অল্প কিছুদিনের মধ্যে স্কুলগুলোতে পাঠদান শুরু করা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।