ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিট লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল হবে বলে জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসকেবি/এএটি