ঢাকা বিশ্ববিদ্যালয়: দীর্ঘদিন পর স্কুল খোলার দিনে শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।
আয়োজনের বিষয়ে সংগীত বিভাগের সহকারী শিক্ষক সঞ্জয় কবিরাজ বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন স্কুল আঙিনার বাইরে ছিল। অনলাইন ক্লাস হলেও সহপাঠীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ পায়নি। আজকে তারা সে সুযোগ পেয়েছে। দীর্ঘ সময় পরিচিত গণ্ডি থেকে দূরে থাকার ফলে তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে এ আয়োজন করেছি। যেন তারা প্রাণবন্ত থাকে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনিকা রহমান বলেন, অনেক মাস পর বিদ্যালয়ে সরাসরি ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক। অন্যথায় আক্রান্তের হার বাড়লে আমাদের আবার ঘরে বসে থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসকেবি/আরবি