ঢাকা: করোনা মহামারির কারণে ক্লাস না হওয়ায় গত বছরের মতো এবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে না।
পরীক্ষা না নিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হলে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হবে।
সমাপনী পরীক্ষা না নিতে আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সমাপনীর বদলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হবে।
করোনা ভাইরাসের কারণে গত বছরও এই সমাপনী পরীক্ষা না নিতে পারায় অটোপাস দেওয়া হয়। পরে তাদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এমআএইচ/জেএইচটি