ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হল খুলে দেওয়ার দাবি বুয়েট শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
হল খুলে দেওয়ার দাবি বুয়েট শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি): আবাসিক হল খোলার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের কাছে ২ হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা।

এর আগে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি আমাদের নিকট দিয়েছে। আমি উপাচার্যকে সেটি অবহিত করেছি। এ নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।