ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ববিতে গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বরিশাল: গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হয়ে পরীক্ষাটি চলে ১টা পর্যন্ত। পরীক্ষাটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর আসন ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।

গুচ্ছ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবার কথা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।