ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সশরীরে ক্লাস শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পূর্বনির্ধারিত ক্লাস শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসি, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন একাডেমিক ভবন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে। পূর্বনির্ধিারিত রুটিন অনুযায়ী পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, সশরীরে ক্লাস শুরু হওয়ায় আমরা আনন্দিত। করোনাকে ঘিরে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দীর্ঘ হওয়ার একটি আশাঙ্কা তৈরি হয়েছিল। আশাকরি আর বন্ধ হবে না। সরাসরি ক্লাস না হলে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পারিক অংশগ্রহণ হয় না।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।