ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে তৃতীয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

শাবিপ্রবি করেসপরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
শাবিপ্রবিতে তৃতীয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তৃতীয়বারের মতো হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) শুরু হবে এর রেজিস্ট্রেশন, চলবে বুধবার (৯ মার্চ) পর্যন্ত।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ‘হাল্ট প্রাইজ’র শাবিপ্রবির প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো. আমিনুল হক লস্কর।

আমিনুল হক জানান, হাল্ট প্রাইজের মুল লক্ষ্য বিশ্বের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আনা ও চিন্তাশীল এক ঝাক তরুণ তৈরি করা। এবারের প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘বেকারত্ব হ্রাস করে কীভাবে কর্মসংস্থান আরো বৃদ্ধি করা যায়?’ পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিযোগীরা এ বিষয়ে নিজেদের আইডিয়া তুলে ধরবেন।

এবারের প্রতিযোগিতা তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। প্রথম ইভেন্টে রেজিস্ট্রেশন করা টিমের সদস্যরা নিজেদের আইডিয়া নিয়ে লেখা অনলাইন ও অফলাইনের মাধ্যমে জমা দিবেন। প্রতিটি টিমে তিন থেকে চার জনের সদস্য থাকবেন। পরে এদের মধ্য থেকে বাছাই করা ১৫টি টিম নিয়ে আগামী ১২ মার্চ অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা নিজেদের আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনের সুযোগ পাবেন। সর্বশেষ ফাইনাল রাউন্ড আগামী ১৫ মার্চ সরাসরি স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে সেমিফাইনাল রাউন্ড হতে বাছাই করা ৫টি টিম অংশগ্রহণ নেবে। ফাইনাল থেকে একটা টিমকে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।