ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বদরুজ্জামান ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বদরুজ্জামান ভূঁইয়া ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাসুম আহমেদ এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্রেজারার পদে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর থাকবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

এছাড়া বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন তিনি। তবে, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয় সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।