ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু, প্রতি আসনের বিপরীতে ৩৩ ভর্তিচ্ছু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুন ৪, ২০২২
ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু, প্রতি আসনের বিপরীতে ৩৩ ভর্তিচ্ছু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে সাড়ে পর্যন্ত ঢাকা ও বিভাগীয় সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। আসন সংখ্যা ১ হাজার ৭৮৮। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ জন ভর্তিচ্ছু।

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে কলা ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।