ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সায়েন্স ক্লাবের নবীনবরণ সম্পন্ন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
জাবি সায়েন্স ক্লাবের নবীনবরণ সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ক্যারিয়ার প্লানিং আয়োজন সম্পন্ন করেছে।

বুধবার (৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরোজ জুহি।

অনুষ্ঠানে সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবির বলেন, আমি ৫০ ব্যাচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাইন্স ক্লাবে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা রাখি এই আয়োজন নবীন শিক্ষার্থীদের নিজেদের একাডেমিক এক্সিলেন্সির বিষয়ে সচেতন করবে এবং পছন্দমতো ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিন জাহান মৌ বলেন, অতীতের ব্যর্থতার কথা মনে করে হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সঠিক পরিকল্পনা ও সময়ানুবর্তিতার উপর জোর দিতে হবে।  
পাশাপাশি নিজেকে সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আত্মবিশ্বাসী হয়ে নিজের কাজ করলে সফলতা অবশ্যই ধরা দেবে।

জাবি সায়েন্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, সায়েন্স ক্লাব জাবির একমাত্র বিজ্ঞান ভিত্তিক ক্লাব। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং তাদের লিডারশীপ স্কিল, পাবলিক স্পিকিং, রিসার্চ ওয়ার্কশপ, সামাজিক বিভিন্ন কাজকর্ম সহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। নবীন শিক্ষার্থীদের সায়েন্স ক্লাবের সঙ্গে পথচলা সুগম করতে এ আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, জাবি সায়েন্স ক্লাব গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, গবেষণা কার্যক্রমসহ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে সারা দেশে সুনামের সঙ্গে কাজ করেছে।


বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।